সর্দারজি আর তাঁর এক বন্ধু গ্লাস কিনতে দোকানে গেছেন। দোকানে একটি উলটো করে রাখা গ্লাস দেখে-
সর্দারজি ~ ( তাঁর বন্ধুকে ) দেখ, এই গ্লাস তো নষ্ট !
বন্ধু ~ কেন , তুই কী দেখে নষ্ট বললি?
সর্দারজি ~ ( খেপে গিয়ে) ' আরে বোকা, দেখতে পাস না, গ্লাসটার ওপরের দিকটা বন্ধ। পানি ভরবি কি ভাবে শুনি?' এ কথা শুনে এবার সর্দারজির বন্ধু গ্লাসটি উলটো করে দেখে বললেন ' আরে তাই তো ! শুধু ওপরটাই বন্ধ নয়, দেখ, গ্লাসটার নিচের দিকটাও কেমন ভাঙ্গা।'
No comments:
Post a Comment