আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Aug 31, 2010

২৫

ভারত তখন খুব খারাপ খেলছে। ম্যাচের পর ম্যাচ হেরে খুব খারাপ অবস্থা তাদের। এর মধ্যেই বীরেন্দর শেবাগের স্ত্রী জেদ ধরলেন তাঁকে নিয়ে শপিং এ যেতে হবে।কিন্তু মাঠে ভাল খেলতে না পারায় লজ্জায় শেবাগ বাজারে মানুষজনের কাছে যেতে চাইছিলেন না। কিন্তু নাছোড়বান্দা স্ত্রীর চাপে শেষমেষ মহিলাদের পোষাক পরেই রওনা দিলেন শপিং এ। বাজারে ঢুকতেই একজন ভদ্রমহিলা তাঁকে বললেন, '' আরে শেবাগ, কেমন আছো? '' বিষ্মিত হয়ে শেবাগ জিজ্ঞেস করলেন,'' আমাকে আপনি চিনলেন কি করে? '' ভদ্রমহিলা হেসে বললেন, ''চিনতে পারছো না আমাকে? আমি তো শচীন! ''

No comments:

Post a Comment