এক তরুন লজিক একদম বোঝে না। বোঝার জন্য লজিক ভালো বোঝে এমন একজনকে ধরল
~ লজিক তো খুবই সোজা ! যেমন ধর তোমার বাসায় একটা এ্যাকুইরিয়াম আছে তার মানে সেখানে পানি আছে আর পানির প্রসঙ্গ এলেই মন চলে যায় সমুদ্রে আর সমুদ্র মানেই হচ্ছে তোমার মধুচন্দ্রিমা, প্রেম, বিয়ে ইত্যাদি ইত্যাদি।
~ বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না লজিক এখন আমার কাছে একদম পরিষ্কার। আবার তরুন নিজেই আরেকজনকে লজিক বোঝাচ্ছে
~ লজিক হচ্ছে বুঝলি...আচ্ছা তোর বাসায় এ্যাকুইরিয়াম আছে?
~ না
~ ও হো তাহলে তুই সমকামী......
No comments:
Post a Comment