আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Sep 1, 2010

২৭

এক  তরুন লজিক একদম বোঝে না। বোঝার জন্য লজিক ভালো বোঝে এমন একজনকে ধরল
~ লজিক তো খুবই সোজা ! যেমন ধর তোমার বাসায় একটা এ্যাকুইরিয়াম আছে তার মানে সেখানে পানি আছে আর পানির প্রসঙ্গ এলেই মন চলে যায় সমুদ্রে আর সমুদ্র মানেই হচ্ছে তোমার মধুচন্দ্রিমা, প্রেম, বিয়ে ইত্যাদি ইত্যাদি।
~ বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না লজিক এখন আমার কাছে একদম পরিষ্কার। আবার তরুন নিজেই আরেকজনকে লজিক বোঝাচ্ছে
~ লজিক হচ্ছে বুঝলি...আচ্ছা তোর বাসায় এ্যাকুইরিয়াম আছে?
~ না
~ ও হো তাহলে তুই সমকামী......

No comments:

Post a Comment