আসুন অনেক হাসি
মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।
Sep 1, 2010
৪০
সর্দারজির স্ত্রী এক সকালে সর্দারজির উপর মহখাপ্পা। সর্দারজি বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, ' হয়েছেটা কী শুনি? সকালবেলা রাগারাগি করছো কেন?' সর্দারজির স্ত্রী চিৎকার করে বললেন, ''তোমার পকেটে 'বাসন্তী' লেখা কাগজ পেলাম কেন?'' সর্দারজি বললেন , '' আরে এই কথা ! আমি কাল যে ঘোড়াটা কিনেছি , তারই নাম তো বাসন্তী ! '' কিছুদিন পর আবারও সর্দারজির স্ত্রী তাঁর ওপর রাগারাগি শুরু করলেন। সর্দারজি বললেন, '' আজকে আবার কী হলো?'' সর্দারজির স্ত্রী ঝামটা মেরে বললেন, '' তেমন কিছু হয়নি। বোধহয় আজকে তোমার বাসন্তী নামের ঘোড়টি ফোন করেছে। নাও, ঘোড়ার সঙ্গে কথা বলো।''
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment