পারিবারিক ব্যবসায় যোগ দিল পুত্র । বাবা প্রথম দিন পুত্রকে নিয়ে ছাদে গেলেন। তারপর বললেন-
~ ছাদের একদম ধারে গিয়ে দাঁড়াবে এবং আমি যখন বলব লাফ দাও তখন লাফ দিবে।
~ সে কী বাবা তিন তলা থেকে লাফ দিব? আমি মারা যাব যে !
~ শোন ব্যবসা উন্নতি করতে চাও তো?
~ হ্যাঁ
~ এবং আমার উপর বিশ্বাস আছে?
~ হ্যাঁ
~ তাহলে লাফ দাও। ছেলে লাফ দিল এবং যথারীতি মাটিতে আছড়ে পড়ে দুই পা এক হাত ভেঙ্গে মুমূর্ষ অবস্থায় পড়ে রইল। বাবা দ্রুত সিঁড়ি ভেঙ্গে ছেলের কাছে ছুটে গেলেন এবং বললেন - ব্যবসায় এটাই তোমার প্রথম শিক্ষা, কাউকে বিশ্বাস করবে না।
No comments:
Post a Comment