আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Sep 3, 2010

৫৪

পারিবারিক ব্যবসায় যোগ দিল পুত্র । বাবা প্রথম দিন পুত্রকে নিয়ে ছাদে গেলেন। তারপর বললেন-
~ ছাদের একদম ধারে গিয়ে দাঁড়াবে এবং আমি যখন বলব লাফ দাও তখন লাফ দিবে।
~ সে কী বাবা তিন তলা থেকে লাফ দিব? আমি মারা যাব যে !
~ শোন ব্যবসা উন্নতি করতে চাও তো?
~ হ্যাঁ
~ এবং আমার উপর বিশ্বাস আছে?
~ হ্যাঁ
~ তাহলে লাফ দাও। ছেলে লাফ দিল এবং যথারীতি মাটিতে আছড়ে পড়ে দুই পা এক হাত ভেঙ্গে মুমূর্ষ অবস্থায় পড়ে রইল। বাবা দ্রুত সিঁড়ি ভেঙ্গে ছেলের কাছে ছুটে গেলেন এবং বললেন - ব্যবসায় এটাই তোমার প্রথম শিক্ষা, কাউকে বিশ্বাস করবে না।

No comments:

Post a Comment