আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Oct 1, 2010

৯২

পার্কে শক্তপোক্ত চেহারার এক বুড়োকে বসে থাকতে দেখে রাফি বললো, ''আরে ! আপনি তো এই বয়সেও বেশ আছেন দেখছি ! কী করে স্বাস্থটা ধরে রাখলেন বলেন তো?''
বৃদ্ধ হতাশ গলায় বললেন, '' আমি কিছুই করিনা। সারা দিন মদ, সিগারেট খাই, কোনোদিনও ব্যায়াম করিনি, ইচ্ছেমতো তেল , ঘি, মাখন খাই, ঠিকমতো গোসলও করিনা, এক কাপড় ১৪ দিন পরি।
রাফি অবাক হয়ে জিজ্ঞেস করে, ''বলেন কী ! আপনার বয়স কত ?''
লোকটা জবাব দেয়, '' ৩০ বছর ''

No comments:

Post a Comment