অফিসে কাজে গাফিলতির কারণে বড় কর্তা বেশ রেগে আছেন মোকলেসের ওপর। বড় কর্তা
মোকলেসকে ডেকে বললেন, ‘সব কাজই নষ্ট করে ফেলেছ তুমি। এই অফিসে একটা গাধা
আছে, তুমি জান?’
মোকলেস বড় কর্তার অগ্নিমূর্তি দেখে মাথা নিচু করে জবাব দিল, ‘না, স্যার।’
‘নিচে কী দেখছ, আমার দিকে তাকাও !’—বড় কর্তার জবাব।
মোকলেস বড় কর্তার অগ্নিমূর্তি দেখে মাথা নিচু করে জবাব দিল, ‘না, স্যার।’
‘নিচে কী দেখছ, আমার দিকে তাকাও !’—বড় কর্তার জবাব।