আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Jan 22, 2013

১৩২

চলার পথে কলার খোসা পড়ে থাকতে দেখলে সরদারজি মনে মনে কী ভাবেন?
উত্তর: ইশ্‌শ্‌! আজকে আবার আছাড় খেতে হবে!

একটি যুদ্ধে কয়টি অস্ত্র লাগে?
উত্তর: দুটি। একটি দিয়ে শত্রুপক্ষকে গুলি করা হয় এবং অন্যটি শত্রুপক্ষের কাছে বিক্রি করা হয়। যেন বিপক্ষ দল পাল্টা আঘাত করতে পারে।

শেয়ারবাজার থেকে কীভাবে এক লাখ টাকা তুলে আনা যায়?
উত্তর: সহজ! দুই লাখ টাকা বিনিয়োগ করুন!

‘সন্ধ্যার সংবাদ’ কাকে বলে?
উত্তর: যে সংবাদের শুরুতেই আপনাকে বলা হয়, ‘শুভ সন্ধ্যা’। এরপর একে একে বর্ণনা করা হয়, কেন প্রথম বাক্যটা ভুল ছিল...!

মেঝের ওপর একটা ডিম পড়ল, অথচ ভাঙল না। কীভাবে সম্ভব?
উত্তর: মেঝেটা যথেষ্ট শক্ত। তাই ডিমের আঘাতে ভাঙেনি!

পৃথিবীর সবচেয়ে পাতলা বইটির নাম কী?
উত্তর: নারী সম্পর্কে পুরুষ যা জানেন।

যদি আপনার এক হাতে তিনটি আপেল, দুটি কমলা এবং অন্য হাতে দুটি নাশপাতি, চারটি কমলা থাকে, আপনার কী আছে?
উত্তর: অনেক বড় হাত।

সরদারজিকে কীভাবে ঘণ্টার পর ঘণ্টা ব্যস্ত রাখা যায়?
উত্তর: সরদারজিকে একটি কাগজ দিন। যার উভয় দিকে লেখা আছে, ‘অপর পৃষ্ঠায় দেখুন!’

গরিলার নাকের ফুটো এত বড় কেন?
উত্তর: কারণ, তার নাক খোঁচানোর মতো যথেষ্ট মোটা আঙুল আছে!

কোন প্রশ্নটির উত্তর অধিকাংশ তরুণীই দিতে পারেন না?
উত্তর: এক্সকিউজ মি, আপনার ফোন নম্বরটা কত?

আটজন শক্ত-সামর্থ্য মানুষের একটি ১০ ফুট উঁচু দেয়াল তৈরি করতে সময় লাগল চার ঘণ্টা। তাহলে চারজন শুকনা-পটকা মানুষের ওই দেয়াল তৈরি করতে কত সময় লাগবে?
উত্তর: কোনো সময়ই লাগবে না! কারণ, আটজন শক্ত-সামর্থ্য মানুষ ইতিমধ্যেই দেয়াল তৈরি করে ফেলেছে।

কীভাবে একটা মানুষ ১০ দিন না ঘুমিয়ে থাকতে পারে?
উত্তর: রাতে ঘুমাবে!