আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Feb 4, 2013

১৪৮

এক ভদ্রমহিলা পাখির দোকানে গিয়ে জানতে চাইলেন, দেখুন, আমার দুটো ময়না আছে, একটা মেয়ে একটা ছেলে, কিন্তু আমি কী করে বুঝব, কোনটা ছেলে কোনটা মেয়ে?
দোকানি বলল, এ তো খুবই সোজা, আপনি ময়না দুটোর সামনে দুটো পোকা রাখবেন, যে ময়নাটা মেয়ে-পোকা খাবে সেটা ছেলে-ময়না, আর যেটা ছেলে-পোকা খাবে সেটা মেয়ে-ময়না।
: কিন্তু কোনটা মেয়ে-পোকা আর কোনটা ছেলে-পোকা সেটা চিনব কী করে?
: দেখুন, এটা পাখির দোকান। পোকার খবর জানতে চাইলে আপনাকে পোকার দোকানে যেতে হ

No comments:

Post a Comment