আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Feb 4, 2013

১৫৭

এক লোক বাসে করে মোবাইল ফোনে অনেক জোরে কথা বলতে বলতে যাচ্ছিল।
: না না, রেজা সাহেব, তিন কোটির নিচে আমি কিছুতেই ডিল ফাইনাল করতে পারব না।...আরে নাম বলব না, গত মাসে এক পার্টির সঙ্গে তো পুরো পাঁচ কোটিতে রাজি হলাম। কী বললেন? দুই কোটি? ভাইরে, আমার মাসের বাজারের পয়সাও তো উঠবে না।
লোকটি কথা বলেই চলেছে, এমন সময় পাশ থেকে এক পিচ্চি তার শার্ট ধরে টান দিল।
: এক মিনিট, রেজা সাহেব। এই বাবু, কী হয়েছে তোমার? আমার শার্ট ধরে টানছ কেন?
: আংকেল, আপনার মোবাইলটা অনেকক্ষণ ধরে আপনার হাতের ভেতরেই বাজছে। প্লিজ, সবুজ বাটনটা প্রেস করুন।

No comments:

Post a Comment