- কফির সঙ্গে হালকা দুধ মেশালে যে রঙের হয় সে রঙের টাই আছে?
: চিনি ছাড়া না চিনিসহ? - বস: তুমি wife dying বলে অফিস কামাই দিলে অথচ আমি দেখলাম তোমার স্ত্রী একটি বিউটি পারলার থেকে বেরোচ্ছে।
স্টাফ: স্যার ঠিকই দেখেছেন আমি ‘হেয়ার ডাইং’-এর কথাই বলতে চেয়েছিলাম।
আসুন অনেক হাসি
মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment