আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Mar 24, 2013

১৮৮

শওকত আর জামিল দুই বন্ধুতে কথা হচ্ছে।
শওকত: বুঝলি  জামিল, পান্নারে আমি ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না।
জামিল: কেন?
শওকত: মেয়েটা কানে কম শোনে।
জামিল: কী করে বুঝলি?
শওকত: আমি ওকে বললাম, আমি তোমাকে ভালোবাসি। আর ও বলল, আমার পায়ের স্যান্ডেলটা নতুন!   এইটা দিয়ে কোন অসভ্য পুরুষরে পিটাইতে মন চায় !

No comments:

Post a Comment