- অফিসে বড় ব্যস্ত সময় কাটে আমার। এক নজরে আমার অফিস-কম্পিউটার: ফোল্ডার ‘মাই ফিল্মজ’-৫২০ গিগাবাইট।
ফোল্ডার ‘মাই মিউজিক’-২৩০ গিগাবাইট।
ফোল্ডার ‘অফিসিয়াল’-৭২ কিলোবাইট। - সব পুরুষই একরকম! তারা সব সময় শুধু একটা ব্যাপার নিয়েই ভাবে: দ্রুতগতির এবং আনলিমিটেড!
- আজ যা করা সম্ভব, তা আগামীকালের জন্য ফেলে রাখবেন না। ফেলে রাখুন পরশু দিনের জন্য। সে ক্ষেত্রে টানা দুটো দিন ঝাড়া হাত-পা।
আসুন অনেক হাসি
মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।
Mar 23, 2013
১৮২
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment