আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Mar 23, 2013

১৬৩

তারা বলে, কেউই পারফেক্ট নয়। আবার বলে, চর্চা করলে পারফেক্ট হওয়া সম্ভব। আমার মনে হয়, যারা এসব বলে তাদের আগে মনস্থির করা উচিত।

উইল্ট চেম্বারলাইন
মার্কিন বাস্কেটবল খেলোয়াড়

No comments:

Post a Comment