আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Apr 2, 2013

২০০

দমকলকর্মীদের অফিসে ফোন করেছেন আবুল। ওপাশ থেকে ফোন ওঠাতেই তিনি বললেন, ‘বুঝলেন কি না, আমার বাসার পাশে দুই মাস হয় সুন্দর বাগান করেছি।’
দমকলকর্মী: অযথা কথা না বলে কোথায় আগুন লেগেছে তাই বলুন।
আবুল: জবা, গোলাপ আর টগরও লাগিয়েছি। ছোট ছোট চারা, কদিন বাদেই ফুল ফুটবে।
দমকলকর্মী: আহা! কোথায় আগুন লেগেছে?
আবুল: হাসনাহেনাগুলো অবশ্য যত্নের অভাবে একটু শুকিয়ে গেছে….
দমকলকর্মী: কোথায় আগুন লেগেছে বলবেন, না আমি ফোন রাখব?
আবুল: আগুন লেগেছে আমার পাশের বাসায়। বলছিলাম, পানি ছিটানোর সময় আমার বাগানেও যদি একটু পানি দিয়ে যেতেন….!

No comments:

Post a Comment