আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Apr 2, 2013

২০২

হোটেলে বসে খাচ্ছিল শওকত আর জামিল। হঠাৎ জানা গেল, কোথায় যেন ভীষণ আগুন লেগেছে।
খবর পেয়ে খাবার না খেয়েই ছুট লাগাল শওকত। পেছন থেকে ডাকল জামিল, ‘কিরে, তুই যে একজন দমকলকর্মী, জানা ছিল না তো!’
শওকত: আমি না, তবে আমার প্রেমিকার বাবা একজন দমকলকর্মী। দেখা করার এই সুযোগ!

No comments:

Post a Comment