আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Aug 31, 2010

২০

সর্দারজি গেছেন আর্ট গ্যালারিতে চিত্র প্রদর্শনী দেখতে। দেয়ালে একটি ছবির দিকে তাকিয়ে সর্দারজি আঁতকে উঠে বললেন, '' এই ভয়ংকর ছবি গুলোকে আপনারা আধুনিক ছবি বলছেন ! '' চিত্রশিল্পী অবাক হয়ে বললেন, '' ভাই আপনি যেটা ছবি বলছেন সেটা আসলে একটা আয়না। আর আয়নার আপনার নিজের ভয়ংকর ছবিটাই হচ্ছেন আপনি। ''

No comments:

Post a Comment