সর্দারজি আর তাঁর বন্ধু বান্তার মধ্যে কথা হচ্ছে-
বান্তা ~ কি রে , মন খারাপ করে বসে আছিস কেন?
সর্দারজি ~ জানিস , আমার স্ত্রী গতকাল মারা গেছে।
বান্তা ~ বলিস কী রে !
সর্দারজি ~ এ জন্য অনেক কান্নাকাটি করার চেষ্টা করেছি , কিন্তু কিছুতেই চোখে জল আসে না। কী করি বল তো ?
বান্তা ~ আরে, এটা কোনো ব্যাপার হলো ! তুই মনে মনে কল্পনা কর যে সে আবারও ফিরে এসেছে, তাহলেই তো হয়।
No comments:
Post a Comment