মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।
Aug 31, 2010
১৮
ইংরেজি ক্লাসে শিক্ষক ও সনজু - শিক্ষক ~ সনজু বলো তো 'এইট' এর অর্ধেক কত হয়? সনজু ~ স্যার লম্বায় না আড়াআড়িভাবে বলব? শিক্ষক ~ মানে কী ? সনজু ~ স্যার , লম্বায় অর্ধেক হলে হয়0, আর পাশাপাশিভাবে অর্ধেক করলে হয় 3
No comments:
Post a Comment