আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Sep 3, 2010

৪৩

বিদেশী ~ তোমরা এক অদ্ভুত জাত, তোমাদের কারও গায়ের রং সাদা, কারো বাদামি, কারো কালো, ঠিক ঘোড়াদের মত।
বাংলাদেশী ~ ঠিকই বলেছ। ঘোড়াদের গায়ের রং নানা রকম হয় , কিন্তু গাধাদের সবার একই রং।

No comments:

Post a Comment