আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Sep 1, 2010

৪২

এক রোগী চিকিৎসকের কাছে এসেছেন পরামর্শ চাইতে -
রোগী ~ আমি দিন দিন মুটিয়ে যাচ্ছি। কী করব বলুন তো?
চিকিৎসক ~ হুম্‌ম্‌, তা আপনি এক কাজ করুন , কিছু কিছু সময় আপনি মাথাটা শুধু একবার ডানে আর একবার বাঁয়ে ঘোরাবেন। ব্যস, তাতেই বোধ করি কাজ হবে।
রোগী ~ তা কোন কোন সময় এভাবে মাথা ঘোরাতে হবে?
চিকিৎসক ~ কেন, যখন কেউ আপনাকে কোনো কিছু খাওয়ার কথা বলবে ঠিক তখনই!

No comments:

Post a Comment