বিল ক্লিংটনের সময় এক জাপানি মন্ত্রী দেখা করতে যাবেন ক্লিংটনের সঙ্গে।কিন্তু সমস্যা হলো , তিনি ইংরেজি জানেন না। তাই তাঁকে ক্লিংটনের সঙ্গে কথা বলার মতো কয়েকটি ইংরেজি শিখিয়ে দেওয়া হলো।যেমন , প্রথমেই যেন তিনি ক্লিংটনের সঙ্গে হ্যান্ডশেক করে বলেন, '' হাউ আর ইউ?'' তখন ক্লিংটন বলবেন, ''ফাইন , অ্যান্ড ইউ? ''। তখন তিনি বলবেন , '' মি টু । ''
যথা সময় তিনি আমেরিকা পৌঁছালেন। ঠিক সময়ে বিল ক্লিংটন তাঁর সামনে এলেন। কিন্তু সমস্যা হলো , এর মধ্যে জাপানি মন্ত্রী যা শিখে এসেছিলে, সেসব বেমালুম ভুলে গেছেন। ক্লিংটন এসে করমর্দন করলেন। জাপানি মন্ত্রী বললেন, '' হু আর ইউ?'' ক্লিংটন ব্যাপারটা বুঝতে পেরে একটু রসিকতা করে ঘুরিয়ে বললেন, '' আই অ্যাম হিলারিজ হাজবেন্ড। হা হা হা অ্যান্ড ইউ?'' '' মি টু '' হা হা হা হাসতে হাসতে জবাব দিলেন জাপানি মন্ত্রী।
No comments:
Post a Comment