মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।
Sep 23, 2010
৮১
চিকিৎসক ~ আপনার ওজন কত ? রোগী ~ চোখে চশমা দিলে ৭৫ কেজি। চিকিৎসক ~ আর চশমা ছাড়া তাহলে ওজন কত? রোগি ~ আমি তো চশমা ছাড়া দেখতে পারিনা, স্যার।
No comments:
Post a Comment