আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Sep 23, 2010

৮২

পল্টু ও চিকিৎসকের মধ্যে কথোপকথন -
পল্টু ~ ডাক্তার সাহেব, আমার ছেলে আমার শেভ করবার ব্লেড গিলে ফেলেছে, একটু জলদি বাসায় চলে আসুন না !
চিকিৎসক ~ ভয়ের কোনো কারণ নেই আমি শিগগির আসছি। আপনি কী অন্য কোনো ব্যবস্থা নিয়েছেন?
পল্টু ~ হুম্‌ম্‌ , বাধ্য হয়ে বৈদ্যুতিক রেজর দিয়েই শেভটা দ্রুত সেরে নিচ্ছি।

No comments:

Post a Comment