এক লোক মেলায় ঘোরাঘুরি করে এক জায়গায় এসে দেখলো ভাগ্য গণনা করা হচ্ছে। মজা করার জন্য সেও সেখানে গেল। জ্যোতিষী লোকটিকে দেখেই বেশ বিজ্ঞের মত বললো ''আপনি দুই সন্তানের বাবা''
'' হা হা , আপনার কি তাই-ই ধারণা ? আমার তিনজন সন্তান।'' বলল লোকটি।
জ্যোতিষী তখন হেসে বলল, '' হা হা , আপনার কি তাই-ই ধারণা ? ''
No comments:
Post a Comment