আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Sep 30, 2010

৮৩

এক লোক মেলায় ঘোরাঘুরি করে এক জায়গায় এসে দেখলো ভাগ্য গণনা করা হচ্ছে। মজা করার জন্য সেও সেখানে গেল। জ্যোতিষী লোকটিকে দেখেই বেশ বিজ্ঞের মত বললো ''আপনি দুই সন্তানের বাবা''
'' হা হা , আপনার কি তাই-ই ধারণা ?  আমার তিনজন সন্তান।'' বলল লোকটি।
জ্যোতিষী তখন হেসে বলল, '' হা হা , আপনার কি তাই-ই ধারণা ? ''

No comments:

Post a Comment