আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Sep 17, 2010

৭৫

ফুটবল খেলায় হাঙ্গামা বাধানোর দায়ে মস্ত এক মুশকো জোয়ান ফুটবল - ভক্তকে আদালতে হাজির করা হয়েছে। পুলিশ বিচারকের কাছে সাক্ষ্য দিচ্ছে, '' হুজুর, এই ব্যক্তি খেলা শেষে চরম একটা অপরাধ করেছেন।'' এবার বিচারক ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, ''আপনি কী করেছেন যে আপনাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হলো?'' মুখ কাঁচুমাচু করে সেই ভক্ত জবাব দিলেন, ''জনাব, আমি শুধু পাশের খালের পানিতে একটি পাথর ছুড়ে দিয়েছি, আর তাতেই পুলিশ আমাকে ধরে এনেছে।'' বিচারক বিষ্মিত হয়ে বললেন, ''তাহলে এটা তো তেমন দোষের কিছু নয়। '' এ কথা শুনে পুলিশ চিৎকার করে উঠলো, '' হুজুর, এই বিশালদেহী অপরাধী যাকে পাথর মনে করে ছুড়ে মেরেছে, সেই পাথরটি ছিল আসলে রেফারি। ''

No comments:

Post a Comment