সামরিক বাহিনীর এক অনুষ্ঠান। দাম্ভিক কন্ঠে ভাষণ দিয়ে যাচ্ছেন বেজ প্রধাণ জেনারেল। প্রচন্ড বিরক্তি নিয়ে তা শুনছিলেন এক তরুন সেকেন্ড লেফটেন্যান্ট। এক পর্যায়ে লেফটেন্যান্টের ধৈর্য্যের বাঁধ ভাঙল। পাশে বসা মহিলার উদ্দেশ্যে তিনি বললেন, '' কী দাম্ভিক, নোংরা আর বাচাল লোকটি! '' মহিলাটি সঙ্গে সঙ্গে তাঁর দিকে ঘাড় ঘুরিয়ে বললেন, ''আপনি জানেন আমি কে? ''
''না ম্যাডাম।''
''আপনি যাকে নোংরা - বাচাল বললেন, আমি তাঁরই স্ত্রী।''
লেফটেন্যান্ট থতমত খেলেও মহিলার দিকে তাকিয়ে কঠোর কন্ঠে জিজ্ঞেস করলেন,
'' আপনি জানেন আমি কে?''
'' না জানিনা ।'' জবাব দিলেন জেনারেলের স্ত্রী।
'' ঈশ্বরকে ধন্যবাদ'' - এই শব্দ দুটো উচ্চারণ করে ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন লেফটেন্যান্ট।
No comments:
Post a Comment