- জেলে সময় কাটাতে হয় ১০ বাই ১০ ফুট একটা সেলে
- অফিসে সময় কাটাতে হয় ৪ বাই ৮ ফুট একটা খোপে
- জেলে ৩ বার ফ্রি খাবার পাওয়া যায়।
- অফিসে খাওয়ার জন্য শুধু ১ বার বিরতি দেয়, খাবার কিনতে হয় গাঁটের পয়সা খরচ করে।
- জেলে ভাল আচরণ করলে সাজা মওকুফ হয়।
- অফিসে ভালো কাজ করলে আরো দায়িত্ব চাপানো হয়।
- জেলে টিভি দেখা যায়, সঙ্গে আছে খেলাধুলার সুযোগ।
- অফিসে টিভি দেখলে বা খেলাধুলা করলে চাকরি নিয়ে টানাটানি।
- জেলে বউ বাচ্চাদের সঙ্গে দেখা করার সুযোগ আছে।
- অফিসে দেখা করা তো দূরের কথা, কথা বললেও দোষ।
- জেলে কোনো খরচই আপনাকে দিতে হবেনা। সব খরচ দেয় সরকার।
- অফিসে যাওয়া আসার সব খরচ তো আপনি বহন করবেনই, উলটো কয়েকদিনের খরচ জোগাতে আপনাকে আয়কর দিতে হবে।
এবার আপনি বলুন, জেল ভাল না অফিস ভাল
No comments:
Post a Comment