আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Sep 18, 2010

৭৭

  • জেলে সময় কাটাতে হয় ১০ বাই ১০ ফুট একটা সেলে
  • অফিসে সময় কাটাতে হয় ৪ বাই ৮ ফুট একটা খোপে
  • জেলে ৩ বার ফ্রি খাবার পাওয়া যায়।
  • অফিসে খাওয়ার জন্য শুধু ১ বার বিরতি দেয়, খাবার কিনতে হয় গাঁটের পয়সা খরচ করে।
  • জেলে ভাল আচরণ করলে সাজা মওকুফ হয়।
  • অফিসে ভালো কাজ করলে আরো দায়িত্ব চাপানো হয়।
  • জেলে টিভি দেখা যায়, সঙ্গে আছে খেলাধুলার সুযোগ।
  • অফিসে টিভি দেখলে বা খেলাধুলা করলে চাকরি নিয়ে টানাটানি।
  • জেলে বউ বাচ্চাদের সঙ্গে দেখা করার সুযোগ আছে।
  • অফিসে দেখা করা তো দূরের কথা, কথা বললেও দোষ।
  • জেলে কোনো খরচই আপনাকে দিতে হবেনা। সব খরচ দেয় সরকার।
  • অফিসে যাওয়া আসার সব খরচ তো আপনি বহন করবেনই, উলটো কয়েকদিনের খরচ জোগাতে আপনাকে আয়কর দিতে হবে।
  এবার আপনি বলুন, জেল ভাল না অফিস ভাল

No comments:

Post a Comment