~ মা মিষ্টি খাব।
~ শোন, মেহমান এসেছেন, উনাকে মিষ্টি দেওয়া হবে। উনি তো আর সব মিষ্টি খাবেন না, ভদ্রতা করে একটা - দুটো রেখে দেবেন, তখন ঘরে এনে খেও।
বাচ্চা রাজি হলো। মেহমানকে মিষ্টি দেওয়া হল। মেহমান খাচ্ছে। বাচ্চা দেখল মেহমান সব মিষ্টিই খেয়ে ফেলেছে। সে তখন চেঁচিয়ে উঠল-
~ মা ...মা..., মেহমান তো ভদ্রতাও খেয়ে ফেলল!
No comments:
Post a Comment