নাতি আর নানা এক বিছানায় ঘুমায়। রাতে নাতি উঠে বলল, '' নানা পেচ্ছাব করব।'' নানা পেচ্ছাব করিয়ে এনে বলল, '' দেখ পেচ্ছাব শব্দটা ছোটদের মুখে শুনতে ভালো লাগে না। এরপর থেকে রাতে পেচ্ছাব ধরলে বলবে নানা আমি গান করব, তাহলেই আমি বুঝে যাব।''
পরদিন যথারীতি নাতি বলল, নানা '' আমি গান করব। '' নানার আর গতরাতের কথা খেয়াল নেই। ঘুমের ঘোরে বললেন, '' কর, আমার কান তো খোলাই আছে ...। '' তারপর ......!!
No comments:
Post a Comment