আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Sep 3, 2010

৬০

নাতি আর নানা এক বিছানায় ঘুমায়। রাতে নাতি উঠে বলল, '' নানা পেচ্ছাব করব।'' নানা পেচ্ছাব করিয়ে এনে বলল, '' দেখ পেচ্ছাব শব্দটা ছোটদের মুখে শুনতে ভালো লাগে না। এরপর থেকে রাতে পেচ্ছাব ধরলে বলবে নানা আমি গান করব, তাহলেই আমি বুঝে যাব।''
পরদিন যথারীতি নাতি বলল, নানা '' আমি গান করব। '' নানার আর গতরাতের কথা খেয়াল নেই। ঘুমের ঘোরে বললেন, '' কর, আমার কান তো খোলাই আছে ...। '' তারপর ......!!

No comments:

Post a Comment