আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Oct 2, 2010

৯৬

হাতিকে একখানা রুটি দিয়ে পিঁপড়ে বলল
''এটার উপর দাঁড়াও তো হাতি ভায়া।''
হাতি দাঁড়াল। পিঁপড়ে তখন হাতিকে আরও এক টুকরো রুটি দিয়ে বলল,
''এখন এটা মাথার ওপরে রাখো।''
হাতি রাখলো। একটু দূরে সরে গিয়ে পিঁপড়ে সেদিকে তাকিয়ে বলে উঠল~
'' আহ্‌ খাসা একখানা স্যান্ডউইচ হয়েছে ! ''

No comments:

Post a Comment