আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Oct 2, 2010

৯৫

ছাগশিশু জিজ্ঞেস করল পিতা - ছাগলকে,  ''বাবা আমি পৃথিবীতে এলাম কি করে?''
বাবা বলল,'' তখন আমি যুবক। একদিন তোমার মায়ের সঙ্গে হঠাৎ করে পরিচয়। এর পরই তুমি এলে পৃথিবীতে।''
ছাগশিশু এরপর জিজ্ঞেস করল মা - ছাগলকে, ''আমি কিভাবে এই পৃথিবীতে এলাম।''  ''তখন আমি তরুনী,'' মা বলল। ''একদিন হঠাৎ করে চমৎকার এক হরিণের সঙ্গে পরিচয়। তার পরই তুমি এলে পৃথিবীতে।''
'' তা - না হয় বুঝলাম, কিন্তু বাবা......''
''তোমার বাবা যেমন ছাগল ছিল, তেমনই রয়ে গেছে।''

No comments:

Post a Comment