ছাগশিশু জিজ্ঞেস করল পিতা - ছাগলকে, ''বাবা আমি পৃথিবীতে এলাম কি করে?''
বাবা বলল,'' তখন আমি যুবক। একদিন তোমার মায়ের সঙ্গে হঠাৎ করে পরিচয়। এর পরই তুমি এলে পৃথিবীতে।''
ছাগশিশু এরপর জিজ্ঞেস করল মা - ছাগলকে, ''আমি কিভাবে এই পৃথিবীতে এলাম।'' ''তখন আমি তরুনী,'' মা বলল। ''একদিন হঠাৎ করে চমৎকার এক হরিণের সঙ্গে পরিচয়। তার পরই তুমি এলে পৃথিবীতে।''
'' তা - না হয় বুঝলাম, কিন্তু বাবা......''
''তোমার বাবা যেমন ছাগল ছিল, তেমনই রয়ে গেছে।''
No comments:
Post a Comment