রাতের বেলা হাবলু বেশ উত্তেজিত হয়ে চিকিৎসক কে ফোন করেছে।
হাবলু ~ স্যার দয়া করে তাড়াতাড়ি একটু আমাদের বাসায় আসুন। আমার স্ত্রী ব্যথায় উঠতে পারছেনা। মনে হচ্ছে এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা।
চিকিৎসক ~ ভয়ের কোন কারণ নেই। আমি সকাল হলেই আপনার বাসায় পৌছে যাব।
হাবলু ~ কিন্তু স্যার আমার স্ত্রীর অবস্থা যে খুবই খারাপ।
চিকিৎসক ~ (এবার একটু উত্তেজিত) কী বলছেন যা -তা দুবছর আগেই তো আপনার স্ত্রীর অ্যাপেন্ডিক্স অপারেশন করে ফেলে দিয়েছি। তার তো অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হতে পারেনা। এটা অন্য কোন ব্যথা।
হাবলু ~ সবই ঠিক আছে। কিন্তু স্যার, আমি যে নতুন আরেকটা বিয়ে করেছি !
No comments:
Post a Comment