আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Oct 1, 2010

৮৯

সমুদ্রতীরে মাছ ধরছে এক দম্পতি। স্বামীর বড়শিতে টোপ গিলল এক বিশাল স্যামন মাছ। কিন্তু হুইল গুটিয়ে সেটাকে তীরে আনার আগেই সুতো - মাছ সব জড়িয়ে গেল সমুদ্র শৈবালের স্তুপে। স্বামী চিৎকার করে স্ত্রীকে বললেন, '' ওগো , জলদি করো ! ঝাঁপ দাও ! সাতরে চলে যাও ওই শ্যাওলাগুলোর কাছে। ডুব দিয়ে সুতোটা ছাড়াও। নইলে হাঙ্গরগুলো মাছটাকে টুকরো টুকরো করে ফেলবে।

No comments:

Post a Comment