আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Oct 1, 2010

৯০

এক ভদ্রমহিলা এলেন বিশাল এক সুপার শপে। দোকানের বিক্রয় কর্মীকে দেখতে পেয়ে বললেন, আমার স্বামীর জন্য কিছু ফল নিতে চাচ্ছি। আপনাদের ফল গুলোতে কীটনাশক দেয়া আছে নাকি ?
বিক্রয় কর্মী মুখটা মহিলার কানের কাছে এনে ফিসফিস করে বলল, ফল এখান থেকেই নিতে পারেন ! কীটনাশক আমাদের পাশের দোকানে বিক্রি হয়। এনে দেব এক শিশি !!

No comments:

Post a Comment