ল্যাবরেটরিতে বসে আছে দুই বানর। একটি বৃদ্ধ, অন্যটি বয়সে তরুন। তরুন বানরটি তাকিয়ে আছে কাঁচের ওপাশে বসে থাকা সাদা এ্যপ্রোন পরা লোকটির দিকে । তাকে দেখিয়ে সে জিজ্ঞেস করল বৃদ্ধ বানরকে
~ ও টা কে ?
~ ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট। বহু কষ্টে আমি তাকে ট্রেনিং দিয়েছি।
~ ট্রেনিং দিয়েছ মানে? বিষ্ময়ের সুর তরুন বানরের গলায়।
~ মানে খুব সহজ। আমি এই লাল বোতামে টিপ দেই, সে আমার জন্য কলা নিয়ে চলে আসে !
No comments:
Post a Comment