আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Oct 4, 2010

১০৩

ল্যাবরেটরিতে বসে আছে দুই বানর। একটি বৃদ্ধ, অন্যটি বয়সে তরুন। তরুন বানরটি তাকিয়ে আছে কাঁচের ওপাশে বসে থাকা সাদা এ্যপ্রোন পরা লোকটির দিকে । তাকে দেখিয়ে সে জিজ্ঞেস করল বৃদ্ধ বানরকে
~ ও টা কে ?
~ ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট। বহু কষ্টে আমি তাকে ট্রেনিং দিয়েছি।
~ ট্রেনিং দিয়েছ মানে? বিষ্ময়ের সুর তরুন বানরের গলায়।
~ মানে খুব সহজ। আমি এই লাল বোতামে টিপ দেই, সে আমার জন্য কলা নিয়ে চলে আসে !

No comments:

Post a Comment