আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Oct 4, 2010

১০৪

সরকারি কর্মকর্তা ~ আপনি নিজের নাম বদলাতে চান?
বজলু ~ জি , জনাব।
সরকারি কর্মকর্তা ~ আপনার নাম কী?
বজলু ~ আমার নাম '' বজলু মাথায় গোবরওয়ালা'' ।
সরকারি কর্মকর্তা ~ হুম্‌ম্‌ ...তা নাম পালটে কী নাম রাখবেন ঠীক করেছেন?
বজলু ~  জি...... 'বজলু' পালটে 'শরীফ'  করতে চাই।

No comments:

Post a Comment