আসুন অনেক হাসি

মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।

Mar 23, 2013

১৬৯

বিল গেটস তাঁর নতুন সন্তানের নাম রাখেন ‘নিউ ফোল্ডার’।
সামাজিক নেটওয়ার্কের নিয়ম: ভৌগোলিকভাবে যত বেশি দূরে থাকে পুরুষ, তত সহজে সে বিয়ের প্রস্তাব দেয়।
ইন্টারনেটের যুগে সময় অতিবাহন কোনো সমস্যা নয়। সমস্যা, কী করে দুই ঘণ্টা ঘুমিয়ে সতেজ থাকা যায়।
খ্যাতি—যখন ‘ওয়ার্ড’ আপনার নাম-পদবি লাল রং দিয়ে আন্ডারলাইন করে না।
সিনেমা হলে বসে মুভি দেখার সময় কখনো কখনো মাউস নেড়ে দেখতে ইচ্ছে করে, শেষ হতে আর কতটা বাকি।

No comments:

Post a Comment