- আমি অর্ধাঙ্গিনী খুঁজি না। ‘দেড়’ হওয়ার ইচ্ছে আমার নেই।
- চলুন, আমরা সবাই মদ্যপান ত্যাগ করি।
—দারুণ টোস্ট! - চুরি করলেই শাস্তি হয় না। শাস্তি হয় ধরা পড়লে।
- হারানো বিজ্ঞপ্তি: সদ্য পাওয়া বেতনসহ একটি মানিব্যাগ হারিয়েছে। কেউ সেটা খুঁজে পেলে তাঁর প্রতি অনুরোধ, প্লিজ, হাসবেন না।
- আমি আশাবাদী নই, হতাশাবাদীও নই। আমি অ্যালকোহলিক। আমার গ্লাসের অর্ধেক হুইস্কি, বাকি অর্ধেক কোলা।
আসুন অনেক হাসি
মন কে প্রফুল্ল এবং সদা সতেজ রাখবার জন্য 'হাসি' র কোন বিকল্প নেই। প্রমাণিত যে 'হাসি' মানুষের হৃদ সাস্থকে ভাল রাখে এবং উচ্চ রক্তচাপের মত নীরব ঘাতক কে দূরে রাখে। আর কৌতুক পড়ে হাসি পায় না এমন মানুষ খুব কম আছে। তাই হাসুন ,অনেক হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসতে কখনো কার্পণ্য করবেন না। আমার সংগৃহীত এই কৌতুক গুলো পড়ে যদি আপনি অনেক হাসেন তবে আমার এই ব্লগের সার্থকতা।
Mar 23, 2013
১৭০
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment